যা ঘটেছে ইউনিভার্স্যাল পিরিয়ডিক রিভিউতে
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০
জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ইউনিভার্স্যাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপের সভায় চীনের মানবাধিকার রেকর্ড পর্যালোচনা করা হয়েছে। জেনেভায় জাতিসঙ্ঘ অফিসে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের (ইউএনএইচসিআর) ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করে ইউএনএইচআরসি। বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষা জোরদার করা হলো এই সংস্থার কাজ। আর ইউপিআর প্রতি সাড়ে চার বছর পরপর প্রতিটি দেশের মানবাধিকার রেকর্ড পর্যালোচনা করে। ২০০৮ সালে প্রথম পর্যালোচনার পর জাতিসঙ্ঘভুক্ত প্রতিটি দেশের মানবাধিকার পরিস্থিতি তিনবার করে পর্যালোচনা করা হয়েছে। চতুর্থ পর্যায়টি ২০২২ সালের নভেম্বরে শুরু হয়েছে।
এবার চীন তাদের পালার সময় বেশ প্রস্তুতি নিয়েই এসেছিল। অন্যান্য দেশের সাথেও তারা যোগাযোগ করেছিল। ফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চেক প্রজাতন্ত্র, স্লোভানিয়া ছাড়া অন্যরা তেমন কিছু বলেনি। এমনকি কোনো কোনো দেশ চীনের প্রশংসা পর্যন্ত করে।
সূত্র : বিটারউইন্টার