২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সৈন্য নিহত

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সৈন্য নিহত - প্রতীকী ছবি

অধিকৃত পূর্ব ইউক্রেনে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ রুশ সৈন্য নিহত হয়েছে। রাশিয়ার এক সিনিয়র কমান্ডারের আগমন উপলক্ষে সৈন্যরা দনেৎস্কে সমবেত হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিডিও ফুটেজে বিপুলসংখ্যক সৈন্য নিহত হওয়ার দৃশ্য দেখা গেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শুইগুর সাথে সাক্ষাত করার কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে। ওই বৈঠকে গুইগু দাবি করেন যে রণাঙ্গনে রুশ বাহিনী ব্যাপক সাফল্য লাভ করছে। তিনি সম্প্রতি দখল করে নেয়া অভডিভকা জয়ের ব্যাপরেও কথা বলেন।

তবে দনেৎস্ক অঞ্চলের ট্রডোভস্কে গ্রামের কাছে ঘটা এই ঘটনা নিয়ে রাশিয়া বা ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

খবরে প্রকাশ, রাশিয়ার ২৯তম ইস্টার্ন মিলিটারি অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল ওলেগ মইসেইয়েভের আগমন উপলক্ষে ওই রুশ সৈন্যরা সেখানে সমবেত হয়েছিল।

সেখানে উপস্থিত এক সৈন্য (তিনি বেঁচে গিয়েছিলেন) বলেন, ব্রিগেডের কমান্ডাররা তাদেরকে খোলা মাঠে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন।

খবরে প্রকাশ, যুক্তরাষ্ট্রের নির্মিত হিমার্স লঞ্চ সিস্টেম থেকে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়েছিল।


সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement

সকল