২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিউনিখ সিকিউরিটি সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

মিউনিখ সিকিউরিটি সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ - ফাইল ছবি

সদ্য সমাপ্ত মিউনিখ সিকিউরিটি সম্মেলনে জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হয়েছে।

ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের সভাপতি ডোলকন ইসা এতে উপস্থিত হয়ে বিষয়টি উত্থাপন করেন।
সম্মেলনে বেশ কয়েকজন রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক ও এনজিওদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এমএসসি শেষ হওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে ইসা বলেন, সম্মেলন শেষ হয়েছে। আমার সুযোগ হয়েছে কূটনীতিক, এনজিও, রাজনীতিবিদ এবং অন্যদের সাথে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করার। আমরা নিরাপত্তা, বৈশ্বিক ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আমরা আমাদের বিষয়গুলো উত্থাপন করেছি।

একইভাবে মিউনিখ সিকিউরিটি সম্মেলনে নানা সংস্কৃতির নিয়ে আলোচনা হয়। ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসও বিষয়টি কাজে লাগায়।

ইসা বলেন, চীনও অ্যাজেন্ডায় ছিল। তবে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো অর্থপূর্ণ সমাধানে ব্যর্থ হয়েছে।

সূত্র : এএনআই


আরো সংবাদ



premium cement