চীনা ট্রেন কোম্পানির বিরুদ্ধে তদন্ত করবে ই্ইউ
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৫
বুলগেরিয়ায় বৈদ্যুতিক ট্রেন সরবরাহে চীনা ট্রেন নির্মাণকারী প্রতিষ্ঠান অন্যায়ভাবে ভর্তুকি পেয়েছে কিনা তা নিয়ে তদন্ত করবে ইউরোপিয়ান ইউনিয়ন।
চীনা ট্রেন প্রস্তুতকারক সিআরআরসি কিঙদাও সিফাঙ লোকামোটিভের বিরুদ্ধে গত জুলাই মাসেও ইইউ ফরেন সাবসিডিস রেগুলেশন তদন্ত চালায়। তবে এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে।
ই্ইউ এক্সিকিউটিভ এক প্রাথমিক পর্যালোচনায় জানায়, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ করতে চীনা কোম্পানিটিকে বৈদেশিক ভর্তুকি দেয়া হয়েছিল কিনা তা নিয়ে আরো অনুসন্ধানের দরকার রয়েছে।
কমিশন জানায়, অন্যায় সুবিধা গ্রহণের ফলে অন্যান্য প্রতিষ্ঠান ওইসব ট্রেন সরবরাহ করার দরপত্রে অংশগ্রহণ করার সুযোগ পায়নি।
উল্লেখ্য, বুলগেরিয়ার পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় ৬৫৭ মিলিয়ন ডলার মূল্যের দরপত্র প্রস্তাব করে। এতে ২০টি বৈদ্যুতিক 'পুশ-পুল' ট্রেন এবং ১৫ বছরের জন্য সেগুলো রক্ষণাবেক্ষণের কথা বলা হয়।
সূত্র : রয়টার্স