২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাপানের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

জাপানের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী - সংগৃহীত

ইউক্রেনের প্রধানমন্ত্রী সোমবার জাপানের সরকারি ও বেসরকারি খাতকে দেশটির পুনর্গঠনে সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাশিয়ার সাথে প্রায় দুই বছরের যুদ্ধ শেষ হওয়ার পরে একটি ‘অর্থনৈতিক অলৌকিক’ প্রতিশ্রুতি দিয়েছেন।

ডেনিস শ্যামিগাল জাপান ও ইউক্রেনের প্রায় ৩ শ’ জন সরকারি ও ব্যবসায়ী নেতাদের এক সম্মেলনে বলেন, ‘যখন থেকে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হয়েছে, জাপান ইউক্রেনকে ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিভিন্ন সহায়তা প্রদান করেছে’। যা চতুর্থ-বৃহত্তম দাতা হিসেবে পরিণত করেছে।

শ্যামিগাল এক দোভাষীর মাধ্যমে বলেছেন ‘রাশিয়ার এই ভয়ানক যুদ্ধের সময় এই অর্থায়নের জন্য ধন্যবাদ। লাখ লাখ ইউক্রেনীয় মানুষ বেঁচে থাকতে সক্ষম হয়েছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ভিডিও লিঙ্কের মাধ্যমে টোকিওতে সমাবেশে ভাষণ দেয়ার কথা ছিল তবে এটি বাতিল করা হয়।

শ্যামিগাল বলেছেন, ‘ইউক্রেনের পুনর্গঠন প্রচেষ্টার প্রধান ইঞ্জিন হলো বেসরকারি খাত।
আমরা ইউক্রেনের আধুনিকীকরণ এবং পুনর্গঠনে জাপানের সাথে একসাথে কাজ করতে চাই। আমরা চাই আপনারা সবাই ইউক্রেনের অর্থনৈতিক অলৌকিকতার অংশ হোন।’

‘যে কোম্পানিগুলো ইউক্রেনের অর্থনীতিতে এখন বিনিয়োগ করে তারা আগামী কয়েক বছরে এমন সুবিধা সুযোগ পেতে সক্ষম হবে যা আপনি বিশ্বাস করবেন না। ইউক্রেনের সাফল্য শুধু আমাদের সাফল্য নয়, এটি আপনার সাফল্যও। জাপান গত বছর সমাপ্ত পণ্যের উপর রফতানি নিয়ন্ত্রণ শিথিল করেছে।’

গত সপ্তাহে বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসঙ্ঘ একটি যৌথ প্রতিবেদনে ইউক্রেনের পুনর্গঠনে পরবর্তী দশকে ৪৮৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ অনুমান করেছে, যার মধ্যে শুধু ২০২৪ সালে ছিল ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার ‘ইউক্রেন এবং এর জনগণকে তাদের স্বাধীনতা রক্ষায় এবং আঞ্চলিক অখ-তা পুনরুদ্ধারে সমর্থন দানের জন্য জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’

বিবৃতিতে বলা হয়েছে, তিনি ‘ইউক্রেনের অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।’

উভয় পক্ষ অবকাঠামো পুনঃনির্মাণ, ডিমাইনিং, কৃষি এবং শাসন বর্ধনসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।

জাপান ইউক্রেনীয় ব্যবসায়ীদের ভিসা নীতিও শিথিল করতে সম্মত হয়েছে।

রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের শক্ত ঘাঁটি আভদিভকা পুনরুদ্ধার করার পর এবং কংগ্রেসে মার্কিন সামরিক সহায়তার ৬০ বিলিয়ন মার্কিন ডলার আটকে যাওয়ার পর এই সম্মেলন হয়।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল