২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া - সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে- তারা বেশ কয়েকটি ইউক্রেনের সামরিক বিমানঘাঁটির বিমান, বোমা ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

রোববার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সামরিক বিমানঘাঁটিতে বিমান ও বিমান চলাচলের সরঞ্জাম, বিমান বোমা ও ক্ষেপণাস্ত্রের গুদাম, বিদেশী ভাড়াটে সৈন্যদের অস্থায়ী অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।’

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিভিন্ন অংশের শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে ৩৩টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ান মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টার সময় একটি ড্রোন গুলি করে নামানো হয়েছিল। আরেকটি ড্রোন ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছিল।
সূত্র : আনাদোলু


আরো সংবাদ



premium cement