নাভালনি’র মৃত্যু নিয়ে যা জানাল রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৫
রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির কারাগারে বন্দী অবস্থায় মৃত্যু হয়েছে। দেশটির জেল কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি ২০২১ সাল থেকে জেলে বন্দী ছিলেন।
তার এই মৃত্যুর পেছনে রুশ কর্তৃপক্ষই মূলত দায়ী বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশনের সভাপতি উরসুলা ফন দের লিয়েন।
রাশিয়ার সরকার অবশ্য পাশ্চাত্যের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, নাভালনির মৃত্যু নিয়ে পাশ্চাত্যের অভিযোগের মধ্য দিয়ে তাদের নিজেদের চরিত্রই উন্মোচিত হয়েছে।
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতি তিনি আরো বলেন, ‘ময়নাতদন্তের ফলাফল এখনো জানা যায়নি।’
কিন্তু পশ্চিম ঠিকই নিজেদের মতো করে উপসংহারে পৌঁছে গেছে বলেন তিনি।
এদিকে নাভালনির মৃত্যু সম্পর্কে পেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
সূত্র : বিবিসি