জিনজিয়ান থেকে সরতে পারে আরো প্রতিষ্ঠান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৬
চীনের জিনজিয়াংয়ের যৌথ উদ্যোগ থেকে সরে যাচ্ছে জার্মান কেমিক্যাল জায়ান্ট বিএএসএফ। তাদের প্রস্থানের পথ ধরে আরো অনেক প্রতিষ্ঠান ওই এলাকা থেকে সরে যেতে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে। উইঘুর জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে বিএএসএফ ওই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিএএসএফ সম্প্রতি জানিয়েছে, তারা দুটি যৌথ উদ্যোগ থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করবে। জার্মান মিডিয়া এর আগে অভিযোগ করেছিল যে বিএএসএফের স্থানীয় অংশীদার জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত।
ধারণা করা হচ্ছে বিএএসএফের দেখানো পথ অনুসরণ করে ভক্সওয়াগনও সরে যেতে পারে।
তবে বিএএসএফ কবে নাগাদ তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নেবে, তা জানা যায়নি।
সূত্র : রেডিও ফ্রি এশিয়া