সুইডেনের বিনোদন পার্কে ভয়াবহ আগুন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫
পশ্চিম সুইডেনের গতেনবার্গের একটি বিনোদন পার্কে আউটডোর ওয়াটার স্লাইড ও অন্য জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার সুইডেনের বৃহত্তম থিম পার্কে এ ঘটনা ঘটে। এ সময় পুরো ওয়াটার পার্ক ঘিরে আগুন জ্বলতে থাকে। তখন অবশ্য ওয়াটার পার্কে কেউ ছিলেন না। তাই ভয়াবহ আগুন লাগলেও কেউ হতাহত হননি।
তবে এই পার্কের সাথে যুক্ত একটি হোটেল ও অফিস-বাড়ি পুলিশ পুরো খালি করে দেয়। পুলিশের পক্ষ থেকে এ সময় এলাকার মানুষকে ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে। কারণ, পুরো শহর কালো ধোঁয়ায় ভরে গেছে।
এছাড়া বিনোদন পার্কের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ওয়াটার রাউডে প্রথমে আগুন লাগে। তারপর তা দ্রুত ছড়িয়ে যায়। ৯৮ লাখ ইউরো বা প্রায় ১১৬ কোটি বাংলাদেশী টাকা দিয়ে এই ওয়াটার পার্ক বানানো হয়েছিল।
বিনোদন পার্কের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ঘটনাস্থলে দমকলের অনেকগুলো গাড়ি গেছে।
উল্লেখ্য, এই পার্কটির কয়েক মাস পরেই উদ্বোধন হওয়ার কথা ছিল।
সূত্র : ডয়চে ভেলে