দুটি যৌথ উদ্যোগ থেকে সরে যাচ্ছে বিএএসএফ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৫
জার্মান প্রতিষ্ঠান বিএএসএফ জানিয়ে, চীনের জিনজিয়াংয়ের দুটি যৌথ উদ্যোগে তাদের শেয়ারগুলো বিক্রি করে দেবে। ডিটেনশন ক্যাম্পে বাধ্যতামূলক শ্রমসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মধ্যে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিলো।
জার্মানির এই ক্যামিকেলস জায়ান্ট জানায়, তারা জিনজিয়াং মার্কর ক্যামিক্যাল ইন্ডাস্ট্রির সাথে থাকা তাদের যৌথ উদ্যোগের শেয়ার প্রত্যাহার করে নিচ্ছে। এর কারণ উচ্চ মাত্রার কার্বন ডাই অক্সাইড নির্মগন এবং প্রতিযোগিতামূলক চাপ।
বিএএসএফ এক বিবৃতিতে জানায়, যৌথ উদ্যোগটির ব্যাপারে এমন অনেক অভিযোগ রয়েছে যা বিএএসএফের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বিএএসএফ তার শেয়ারগুলো ছেড়ে দেয়ার কাজ ত্বরান্বিত করেছে।
তবে বেইজিং বার বার করে বলছে যে জিনজিয়াংয়ে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না।
চলতি বছরের প্রথম দিকে জার্মান ব্রডকাস্টার জেডডিএফ এবং স্পাইজেল ম্যাগাজিন এক যৌথ প্রতিবেদনে জানায় যে জিনজিয়াং স্টাফরা ওই অঞ্চলে উইঘুরদের ওপর নজরদারির কাজে নিয়োজিত।
এদিকে গত বছরের শেষ দিকে ভক্সওয়াগনের দুই বিনিয়োগকারী জানায়, তারা তাদের সরবরাহ শৃঙ্খলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ওপর নজর রাখবে।
সূত্র ; সাউথ চায়না মর্নিং পোস্ট