ইউক্রেনে প্রায় ২০০ বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে : আলেকজান্ডার
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৭
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডর কুব্রাকভ বলেছেন, ২০২৩ সালের জুলাইয়ে খাদ্য শস্য সরবরাহ চুক্তি শেষ হওয়ার পর থেকে ইউক্রেনের প্রায় ২০০ বন্দর অবকাঠামো সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রী ফেসবুকে লিখেছেন, ১৮ জুলাইয়ের পর থেকে ‘প্রায় ২০০ বন্দর অবকাঠামো বিভিন্ন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মন্ত্রী আরো দাবি করেন যে- তাদের দেশ ২০২৩ সালের আগস্টে আলোচনা সাপেক্ষে কৃষ্ণ সাগরে তৈরি ‘অস্থায়ী করিডোরের’ মাধ্যমে দুই কোটি ২০ লাখ টনেরও বেশি খাদ্য-শস্য পারিবহন করেছে।
আগস্টে খাদ্য-শস্য সরবরাহ চুক্তি শেষ হওয়ার পর ইউক্রেন শস্য রফতানির জন্য কৃষ্ণ সাগরে ‘অস্থায়ী করিডোর’ তৈরির ঘোষণা দেয়। গত নভেম্বরের শেষের দিকে কিয়েভ ঘোষণা দেয় যে- তাদের এ করিডোরের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৫৫ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে।
এদিকে জাতিসঙ্ঘ উল্লেখ করেছে যে- ইউক্রেনের অস্থায়ী করিডোর আগের শস্য চুক্তি সরবরাহের প্রতিস্থাপন হতে পারে না। ইউক্রেনের এ করিডোরের আওতায় এক মাসে মাত্র ৪০ লাখ টন খাদ্য সরবরাহ করা যেতে পারে।
এছাড়া ইউক্রেন তাদের অস্থায়ী করিডোর দিয়ে খাদ্য বহির্ভূত পণ্য রফতানি করে থাকে।
সূত্র : এএফপি