ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২
জার্মানভিত্তিক অধিকার সংস্থা ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। সংস্থাটি শান্তিপূর্ণ উপায়ে উইঘুর জনসাধারণের মানবাধিকার এবং স্বাধীনতার কথা বলে।
উল্লেখ্য, ২০২৩ সালেও সংস্থাটি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলো।
কানাডা পার্লামেন্টের সদস্য, সাবকমিটি অব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের ভাইস-চেয়ার এবং ইতালির সিনেটর এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী গুইলিও তেরজি সংগঠনটির নাম প্রস্তাব করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের সভাপতি দোলকান ইসা বলেন, টানা দুই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়াটা অত্যন্ত সম্মানের বিষয়।
সূত্র : এএনআই