ডাচ প্রতিরক্ষা নেটওয়ার্ক হ্যাক করেছিল চীন!
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১
চীনের রাষ্ট্রীয়-পৃষ্ঠপোষতায় থাকা সাইবার গুপ্তচরেরা গত বছর ডাচ সামরিক নেটওয়ার্কে প্রবেশের সুযোগ লাভ করেছিল বলে ডাচ গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে বলেছে যে এটি হলো নেদারল্যান্ডস এবং তার মিত্রদের বিরুদ্ধে চীনা রাজনৈতিক গোয়েন্দাবৃত্তির প্রবণতার অংশবিশেষ।
এই প্রথমবারের মতো নেদারল্যান্ডস প্রকাশভাবে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উত্থাপন করল। দুই দেশের মধ্যে জাতীয় নিরাপত্তাগত উত্তেজনার মধ্যে এই অভিযোগ উত্থাপিত হলো।
ডাচ প্রতিরক্ষামন্ত্রী কাজসা ওলোনগ্রেন বলেন, চীনের এ ধরনের গুপ্তচরবৃত্তির বিষয়গুলো জনসাধারণের মাঝে জানা থাকা থাকর। কারণ, এতে এ ধরনের গুপ্তচরবৃত্তি প্রতিরো আন্তর্জাতিক নির্ভরতা বাড়বে।
এমআইভিডি ও এআইভিডি নামে পরিচিত ডাচ সংস্থাগুলো জানায়, হ্যাকাররা অগোপনীয় গবেষণায় ৫০ ব্যক্তির মাধ্যমে সশস্ত্র বাহিনীর নেটওয়ার্কে ম্যালওয়্যার প্রবেশ করে।
এ ব্যাপারে মন্তব্য করার অনুরোধ করা হলেও নেদারল্যান্ডসে নিযুক্ত চীনা দূতাবাস সাড়া দেয়নি।
সূত্র : রয়টার্স