ইউরোপীয় ইউনিয়নে আতঙ্কে আছে মুসলিম ও ইহুদিরা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৭
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মুসলিম বিরোধী ও ইহুদি বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস শিনাস এমন মন্তব্য করেছেন।
তিনি বলেন, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইইউতে মুসলিমবিরোধী মানসিকতা ও ইহুদি বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে।
স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে তিনি বলেন, ইউরোপে বসবাসকারী মুসলিম ও ইহুদিরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। মুসলমান ও ইহুদি উভয় শ্রেণির বাড়ি-ঘর ও ধর্মীয় স্থাপনায় দুর্বৃত্তরা হামলা করছে।
অনলাইনেও এখন ব্যাপকভাবে বিদ্বেষ উগ্রে দেয়া হচ্ছে। কেউ মুসলিমদের হত্যা করা কিংবা বহিষ্কারের বার্তা দিচ্ছে। কেউ আবার ইসরাইলের পতন ও ইহুদিদের ধ্বংসের আহ্বান জানাচ্ছে। এসব বার্তা অগ্রহণযোগ্য। অচিরেই এসব বিদ্বেষ ও বর্ণবাদ বন্ধ করতে হবে।
এ সময় তিনি ইইউ সদস্য দেশগুলোকে এমন বর্ণবাদ বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
সূত্র : টাইমস অফ ইসরাইল