ইউক্রেনের জন্য ত্রাণ চুক্তির পর কিয়েভ সফরে যাচ্ছেন ইইউ নেতা বোরেল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল মঙ্গলবার কিয়েভ সফরে ইউক্রেন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। তিনি ইউক্রেনের প্রতি ইইউর ‘অবিচল’ সামরিক ও আর্থিক সহায়তার কথা জানাবেন।
ইউক্রেনের জন্য ৪ বছর মেয়াদি ৫৪ বিলিয়ন ডলারের ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্যাকেজ অনুমোদন পাবার কয়েক দিন পরই এই সফর অনুষ্ঠিত হলো।
বোরেল বলেন, তিনি কিয়েভের বৈঠকগুলিতে ইউক্রেনের সংস্কার বিষয়েও কথা বলবেন। সম্প্রতি দেশটি ইইউ সদস্যপদ পাবার লক্ষ্যে কাজ করছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফাল গ্রোসি মঙ্গলবার জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যান। তিনি কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানান। তাছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের একটি অঞ্চলে ‘ভঙ্গুর পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তা পরিস্থিতি’ মূল্যায়ন করবেন।
আইএইএ, পারমাণবিক জ্বালানীর সুরক্ষার পাশাপাশি সেখানে কর্মরত কর্মী সংখ্যা হ্রাস সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছে।
জাপোরিঝঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
সূত্র : ভয়েস অফ আমেরিকা