ইউক্রেনের ড্রোন হামলা নস্যাৎ করার দাবি রাশিয়ার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭
রাশিয়া মঙ্গলবার সকালে দাবি করেছে- তাদের ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম বেলগোরোদ অঞ্চলে রাতে কিয়েভের একটি ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, আজ রাতে, রুশ ফেডারেশন অঞ্চলের লক্ষ্যবস্তুতে কিয়েভের সাতটি ইউএভি টাইপ ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর একটি প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।
মন্ত্রণালয় হামলার সঠিক স্থান বা এটি কোনো ক্ষতি বা আঘাত করেছে কিনা তা উল্লেখ না করে বলেছে, মনুষ্যবিহীন ইউক্রেনীয় সমস্ত আকাশযানকে বেলগোরোদ অঞ্চলে মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো হয়েছে।
বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, গুবকিন নগরী ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে।
গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর জানালা ভেঙে গেছে, ছাদ, সম্মুখভাগ ও বেড়া ধসে গেছে।
সম্প্রতি রাশিয়ান ভূখণ্ডের বিরুদ্ধে বিশেষত সীমান্ত অঞ্চলগুলির পাশাপাশি রাজধানী মস্কো ও উত্তরাঞ্চলীয় নগরী সেন্ট পিটার্সবার্গ লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা বাড়িয়েছে।
৩০ ডিসেম্বর আঞ্চলিক রাজধানী বেলগোরোদে এই ধরনের সবচেয়ে মারাত্মক হামলায় ২৫ জন নিহত এবং প্রায় এক শ’ জন আহত হয়। ওই ঘটনায় আরো কয়েক শতাধিক লোককে সরিয়ে নেয়া হয়েছে। সূত্র : বাসস