২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপের দীর্ঘ পদযাত্রা

ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপের দীর্ঘ পদযাত্রা - ছবি : আল-কুদস

ফিলিস্তিনের সমর্থনে ইউরোপের দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেশটির নিপীড়িত বাসিন্দাদের স্বাধীনতা ও গাজায় যুদ্ধবিরতির দাবিতে পদযাত্রাটির আয়োজন করা হয়।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে পদযাত্রাটি শেষ হয়। এর আগে এটি শুরু হয়েছিল গত ২০ জানুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে, আর সমাপ্ত হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরের সামনে এসে।

এতে অংশগ্রহণকারীরা ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ আরোপসহ ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি জানান।

‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ দ্য জেনোসাইড’, ‘লং লিভ দ্য স্ট্রাগল অব দ্য প্যালেস্টিনিয়ান পিপল’সহ বিভিন্ন স্লোগান দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা, গাজায় যুদ্ধবিরতিসহ ইসরাইলের গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

পদযাত্রার আয়োজকদের একজন ওমর আল-সাওমি বলেন, ‘ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের অফিসের সামনে এমন পদযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। এতে অংশগ্রহণকারীরা ইইউর কাছে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা ও দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে। কারণ গাজায় মানুষ ক্ষুধায় মরছে। সেখানে ক্ষুধা ও বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। আর ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলের সাথে সমান অপরাধে অংশ নিচ্ছে। তাই আমরা ইইউর কাছে দ্রুততম সময়ে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছি।’

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইল ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এতে ২৭ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং ৬৬ হাজারের বেশি মানুষ আহত হয়- এদের বেশির ভাগ নারী ও শিশু।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না। ৩ আমেরিকানকে মুক্তি দিলো চীন আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান

সকল