রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার দাবি ইউক্রেনের
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৫, আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৮
ইউক্রেনের সামরিক গোয়েন্দারা দাবি করছে, তারা বৃহস্পতিবার রাশিয়ার দখল করা ক্রিমিয়ার উপকূলে একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়েছে। অধিকৃত উপদ্বীপে কয়েক ঘণ্টা আগে ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটে ধারাবাহিক আঘাতের মাধ্যমে সেটি ডুবিয়ে দেয়া হয়েছে।
ইভানোভেটস নামের ওই যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতো। ইউক্রেইনের সামরিক গোয়েন্দাদের দাবি, যুদ্ধজাহাজটিতে সরাসরি হামলার পর সেটি ক্রিমিয়ার গভীরতম হ্রদ ডোনুজলাভের ডুবে যায়।
ইউক্রেনের ধারণ করা রাতের এক ভিডিওতে দেখা গেছে, নেভাল ড্রোন রাশিয়ান জাহাজের দিকে যাচ্ছে। ড্রোন হামলার আগে জাহাজটিতে উল্লেখ্যযোগ্য ক্ষতি হয়েছে। ভিডিওর শেষে জাহাজটি ডুবে গেছে বলে মনে হচ্ছে। তবে জাহাজের একাংশ পানির ওপরে দেখা গেছে।
সিএনএন স্বাধীনভাবে ইউক্রেনের দাবি যাচাই করতে পারেনি এবং কোন জাহাজটি এবং কখন আঘাত করা হয়েছিল তা ফুটেজ থেকে স্পষ্ট নয়।
Incredible footage.
Ukraine has just sunk another Russian warship.
The "Ivanovets" went down with all hands. pic.twitter.com/2MhL9InJ97— Jay in Kyiv (@JayinKyiv) February 1, 2024
এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র : সিএনএন