২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্রান্সে কিছু দাবি মানায় অবরোধ তুলেছে কৃষকরা

ফ্রান্সে কিছু দাবি মানায় অবরোধ তুলেছে কৃষকরা - সংগৃহীত

ফ্রান্সে কৃষকদের দাবি মেনে একগুচ্ছ ব্যবস্থা নেয়ার ঘোষণা সরকারের। বিক্ষোভে ইতি টানলো একটি কৃষক ইউনিয়ন।

কৃষকদের কর, বিধিনিষেধ ও আয়-সংক্রান্ত একাধিক দাবি সরকার মেনে নেবে বলে জানিয়েছে। তারপরই ইয়ং ফার্মার্স(জেএ) নেতা গেইলট জানিয়েছেন, সরকারের এই প্রতিশ্রুতির পর কৌশল বদলের সময় এসেছে।

তিনি জানান, ‘আমরা আর রাস্তা অবরোধ করব না। আমরা নতুনভাবে সকলকে একত্রিত করব।’ গেইলট যখন এই কথা বলেন, তখন তার পাশে ছিলেন সবচেয়ে বড় কৃষক ইউনিয়ন এফএনএসইএ-এর নেতা আর্নদ রুশো।

রুশো জানান, ‘এখন বিক্ষোভকারীদের এটা বলার সময় এসেছে যে তারা যেন ঘরে ফিরে যান। তাদের নিজেদের কাজ করার আছে। দীর্ঘ দিন ধরে তারা বাড়ির বাইরে আছেন।’

ব্রাসেলসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, ‘ইউরোপের কৃষকরা প্রবল সঙ্কটে পড়েছে। তাই নিয়ম বদল করাটা জরুরি হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘রাস্তা অবরোধ করতে দ্বিধা করব না।’

গত দুই সপ্তাহ ধরে এই কৃষকদের বিক্ষোভের জেরে ফ্রান্স উত্তাল। তবে সরকার জানিয়েছে, তারা নিয়মকানুন সরল করবে, কৃষকদের অর্থসাহায্য করবে, সস্তা বিদেশী জিনিসের থেকে তাদের বাঁচাবে।

রুশো বলেন, ‘সরকার আমাদের কথা শুনেছে এবং আমাদের সঙ্কটটা বোঝার চেষ্টা করেছে। তারা আমাদের সাথে আলোচনায় বসেছে, কিছু জরুরি ব্যবস্থার কথা জানিয়েছে।’

তার আশা, প্রাথমিকভাবে এর সুফল পাওয়া যাবে। এই মাসের শেষে কৃষি বাণিজ্য মেলা শুরু হবে। তার আগেই কৃষকরা সরকারি ব্যবস্থায় লাভবান হবেন।

তিনি এটাও বলেন, যদি প্রতিশ্রুতি পূরণ করা না হয়, তাহলে তারা আবার অবস্থান বিক্ষোভ দেখাতে এক মুহূর্ত দেরি করবেন না।

ইইউ নিয়ে হতাশা
ইউনিয়নের কথা মেনে কৃষকরা তাদের বিক্ষোভ শেষ করে বাড়ি ফিরবেন কিনা, তা এবার বোঝা যাবে। তবে তারা ইইউ-এর নীতি নিয়ে ক্ষুব্ধ। তাছাড়া তাদের অনেক দাবি এখনো মানা হয়নি।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনকে সাহায্য করার বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলেন। সেখানেও বিক্ষোভ দেখানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। তারপর ইউক্রেন থেকে সস্তায় সবজি এসে ইউরোপের কৃষকদের ক্ষতি করছে বলে অভিযোগ কৃষকদের। এই পরিস্থিতিতে ইউক্রেনের কৃষিজ জিনিসের আমদানি বেধে দিতে পারে ইইউ।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল