২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্পেনে কাতালান নেতাদের মুক্তি রুখতে বিক্ষোভ

স্পেনে কাতালান নেতাদের মুক্তি রুখতে বিক্ষোভ - সংগৃহীত

স্পেনের পার্লামেন্টে এমন এক বিল প্রস্তাব করা হয়েছে যা পাস হলে কাতালান আন্দোলনকারীদের মুক্তির পথ সুগম হবে। সানচেজ সরকারের এমন অবস্থানের বিরোধিতায় রাস্তায় নেমেছে হাজারো স্প্যানিশ জনতা।

২০১৭ সালে স্পেন থেকে বিচ্ছিন্ন হতে পথে নামে স্বাধীন কাতালুনিয়ার দাবি জানানো আন্দোলনকারীরা। ওই সময় বহু আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। সেই কারাবন্দী কাতালানপন্থীদের মুক্তির পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত একটি বিলে। এই বিলের বিরোধিতায় রোববার স্পেনের রাজধানী মাদ্রিদের পথে নামে হাজার হাজার মানুষ।

সরকারের সাথে সমঝোতায় যেতে রাজি কাতালানপন্থীরা, তাই সরকারও তাদের মুক্তির পক্ষে। কিন্তু বিরোধী দল পার্তিদো পপুলারের (পিপি) নেতৃত্বে বিশাল প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত হতে দেখা যায় মাদ্রিদে।

পিপির নেতা আলবের্তো নুনেজ ফেইজু ও সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় ও মাদ্রিদ অঞ্চলের নেতা ইসাবেল দিয়াজ আয়ুসো এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

পুলিশ জানায়, মাদ্রিদের কেন্দ্রে প্লাজা দে এসপানায় জড়ো হয় প্রায় ৪৫ হাজার মানুষ।

অংশগ্রহণকারীদের হাতে স্প্যানিশ ও ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার পাশাপাশি দেখা যায় নানা ধরনের প্ল্যাকার্ড। কারো হাতের প্ল্যাকার্ডে লেখা ‘মুক্তি নাকচ’ বা ‘বিশ্বাসঘাতক সানচেজ’, যা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের উদ্দেশে বলা।

নুনেজ ফেইজুর দাবি, দেশের বেশিভাগ মানুষ এই মুক্তির বিরুদ্ধে। জড়ো হওয়া জনগণকে তিনি বলেন, ‘যেমন দেশের জন্য আমরা ভোট দেইনি, তেমন দেশ আমাদের ওপর কেউ চাপিয়ে দিতে পারবে না।’

সমঝোতায় নির্ভরশীল সানচেজ সরকার
গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তীকালীন নির্বাচনে জিতে যায় সানচেজের দল। সরকার গঠনের পর নভেম্বর মাসে সংসদে আস্থা ভোটেও জেতে তারা।

কিন্তু ২০১৭ সালে বিচ্ছিন্ন কাতালুনিয়ার দাবি যারা রেখেছিল, তাদের মুক্তির শর্তে কাতালান রাজনীতিকরা স্যানচেজ সরকারকে সমর্থন করে।

কাতালান রাজনীতিকদের মুক্তির প্রস্তাব সমর্থনে সংসদে একটি বিল প্রস্তাবিত হয়েছে। ওই বিল পাস হলে ২০১৭ সালের আন্দোলনে যে সকল কর্মী যুক্ত ছিল বা যাদের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া যাবে না। যদিও পাস হওয়ার পর ওই বিল আইন হতে সময় লাগবে কয়েক মাস।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল