২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রার্থী হলেন পুতিন, গড়তে চলেছেন রেকর্ড

ভ্লাদিমির পুতিন - ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রার্থী হলেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) আনুষ্ঠানিকভাবে তার নাম লিপিবদ্ধ করেছে।

আগামী মার্চে এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা আছে। খবর মস্কো টাইমসের।

খবরে প্রকাশ, রাশিয়ার নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, পুতিনের পক্ষে ৩ লাখ ১৫ হাজার নাগরিকের স্বাক্ষর জমা করা হয়েছে।

রাশিয়ান নির্বাচন আইন অনুসারে একজন প্রেসিডেন্ট প্রার্থীকে তার প্রার্থিতার পক্ষে অবশ্যই ৩ লাখ স্বাক্ষর সংগ্রহ করতে হয়।

সোমবার পুতিনের প্রার্থিতার বিষয়টি ঘোষণার সময় সিইসি প্রধান ইলা পামফিলোভা বলেছেন, সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পুতিন হলেন চতুর্থ প্রেসিডেন্ট প্রার্থী যিনি আসন্ন নির্বাচনে অংশ নেয়ার জন্য সিইসির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন। তবে তার জয় অনেকটাই নিশ্চিত।

রাশিয়ান নেতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন উগ্র ডানপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কমিউনিস্ট পার্টি এবং নিউ পিপল পার্টির প্রার্থীরা, যাদের সকলের সংসদে প্রতিনিধিত্ব রয়েছে এবং তাই তাদের অনুমোদনের স্বাক্ষর সংগ্রহের প্রয়োজন নেই।

উল্লেখ্য, পঞ্চমবারের মতো (দ্বিতীয় মেয়াদে টানা তৃতীয়বার) প্রার্থী হওয়া পুতিন এবার নির্বাচিত হলে তিনি হবেন দেশটির সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা শাসক।

অর্থাৎ পুতিনের সামনে এখন সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই নেতার রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা। টানা ২৪ বছর ক্রেমলিনে ক্ষমতায় ছিলেন জোসেফ স্তালিন ও লিওনিদ ব্রেজনেভ। আর সামগ্রিকভাবে ক্ষমতায় শীর্ষে থাকার ক্ষেত্রে পুতিনের সামনে এখন শুধুই স্তালিন।

রাশিয়ায় প্রেসিডেন্টের মেয়াদ ছয় বছর। ফলে এবার জয়ী হলে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন।


আরো সংবাদ



premium cement
জোগাড় হলো না বাজারের টাকা, লাশ হয়ে ফিরলেন তুহিন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু ব্যাটে-বলে ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব ভারতে নারী সামরিক অফিসারদের নিয়ে নেতিবাচক রিপোর্ট ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না।

সকল