রেসিডেন্সি পারমিট ছাড়াই ইসরাইলিদের থাকার অনুমতি দিলো জার্মানি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৪, ২১:০৪
জার্মানির ইসরাইলি বাসিন্দারা ২৬ এপ্রিল পর্যন্ত বসবাসের অনুমতি বা তাদের বর্তমান ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করার প্রয়োজন ছাড়াই থাকতে পারবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয় এ ঘোষণা করে।
ইসরাইলি নাগরিকদের ভিসা ছাড়াই ৯০ দিন জার্মানিতে থাকার অনুমতি দেয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ২৬ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তারা নতুন প্রবিধানের অধীনে রেসিডেন্সি পারমিটের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, ‘আমাদের প্রবিধানের মাধ্যমে আমরা ইসরাইলি নাগরিকদের আবাসিক পারমিটের জন্য আবেদন না করে আরো তিন মাস জার্মানিতে থাকতে বৈধ করছি। আমরা এই কঠিন পরিস্থিতিতে যাদের সমর্থন করতে চাই তাদের জন্য এটি বাস্তববাদী এবং আমলাতান্ত্রিক সহায়তা।’
সূত্র : মিডল ইস্ট মনিটর