২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ায় সামরিক স্থাপনায় অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে আটক ১

রাশিয়ায় সামরিক স্থাপনায় অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে আটক ১ - সংগৃহীত

সাইবেরিয়ায় রুশ সিকিউরিটি সার্ভিসেস আলতাই প্রজাতন্ত্রের সামরিক স্থাপনায় অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে।

সোমবার বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো কিয়েভের সাথে কাজ করা বা সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করার অভিযোগে বেশ কয়েকজন রুশ ও বিদেশী নাগরিককে আটক করেছে।

নিরাপত্তা পরিষেবাগুলোর স্থানীয় শাখা বলেছে, রাশিয়ার সন্দেহভাজন ব্যক্তি ১৯৭৯ সালে জন্মগ্রহণকারী ও বার্নাউল নগরীর বাসিন্দা। রাশিয়ার একটি আধাসামরিক গোষ্ঠীর সাথে যোগাযোগ করে ওই ব্যক্তি সন্ত্রাসী হামলা চালাতে রাজি হয়। সংস্থাটি দাবি করে যে লোকটি মোলোটভ ককটেল দিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলার পরিকল্পনা করে। সন্দেহভাজন ইতোমধ্যে দোষ স্বীকার করেছে। কর্তৃপক্ষ তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্ম প্রচেষ্টার জন্য একটি মামলা দায়ের করেছে, অভিযোগ প্রমাণ হলে তার সর্বোচ্চ ২০ বছরের জেল হতে পারে।

রাশিয়া সারাদেশে সামরিক নিয়োগ কেন্দ্রে হামলা বা সামরিক-সংযুক্ত অবকাঠামোর বিরুদ্ধে ‘নাশকতা’ করার জন্য বেশ কয়েকজনকে শাস্তি দিয়েছে। পৃথকভাবে, এফএসবি সোমবার বার্তা সংস্থার কাছে ঘোষণা করেছে যে তারা ইউক্রেনিয় সামরিক বাহিনীকে অর্থ পাঠানোর জন্য রাশিয়ার দক্ষিণাঞ্চলে নোভোকুজনেটস্কে এক ব্যক্তিকে আটক করেছে এবং উচ্চ রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement