উত্তর কোরিয়া যাচ্ছেন পুতিন
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জানুয়ারি ২০২৪, ২০:৪৯
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে জানিয়েছে পিয়ংইয়ং।
গত সপ্তাহে মস্কোতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সাথে বৈঠকের সময় কিম জং উনের পক্ষ থেকে সফরের আমন্ত্রণ জানানো হলে রুশ প্রেসিডেন্ট শিগগির সফর করবেন বলে তাকে আশ্বস্ত করেন।
রোববার (২১ জানুয়ারি) কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানানোর জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকেও ধন্যবাদ জানান পুতিন।
সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়াতে চো ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি রাশিয়ায় ছিলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দুই দশকেরও বেশি সময়ের মধ্যে উত্তর কোরিয়ায় রুশ নেতার প্রথম সফর হবে এটি।
গত সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছিলেন, কিম জং উনের আমন্ত্রণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করবেন বলে রাশিয়া প্রত্যাশা করছে। আর এই সফর ‘অদূর ভবিষ্যতে’ হবে। তবে সফরের নির্দিষ্ট তারিখের বিষয়ে এখনো উভয়পক্ষ একমত হয়নি।
সূত্র : ব্লুমবার্গ ও রয়টার্স