ইউক্রেনে মানবিক সহায়তার জন্য ৪২০ কোটি ডলার চেয়েছে জাতিসঙ্ঘ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫
ইউক্রেনের ভেতরে প্রায় দুই বছরের যুদ্ধের প্রভাব মোকাবেলা করছে অসংখ্য মানুষ। পাশাপাশি ওই অঞ্চলের অন্যান্য দেশে পালিয়ে গেছে লাখ লাখ শরণার্থী। এসব মানুষকে মানবিক সহায়তা দেয়ার লক্ষ্যে, সোমবার জাতিসঙ্ঘ ৪২০ কোটি ডলারের জন্য আবেদন করেছে।
জাতিসঙ্ঘের মানবিক সংস্থা এবং জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা এক যৌথ বিবৃতিতে, রাশিয়ার সাম্প্রতিক বড় পরিসরের বিমান হামলার কথা উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই সহিংসতা ‘যুদ্ধের বেসামরিক ক্ষয়ক্ষতির ভয়াবহতাকে’ তুলে ধরে। বিবৃতিতে ইউক্রেনে তীব্র শীতের পরিস্থিতির দিকে মনোযোগ আকর্ষণ করা হয়। বলা হয়, তীব্র শীতের ফলে মানবিক সহায়তা প্রদান এখন আরো জরুরি হয়ে পড়েছে।
জাতিসঙ্ঘের তথ্য মতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে ৫৯ লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে।
জাতিসঙ্ঘ বলেছে, আশ্রয় প্রদানকারী দেশগুলো সহানুভুতির সাথে ইউক্রেনীয় শরণার্থীদের গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তাদের আরো সহযোগিতা দরকার।
সূত্র : ভয়েস অব আমেরিকা