ইউক্রেনের জন্য ৪২০ কোটি ডলার ত্রাণসহায়তা চাইলো জাতিসঙ্ঘ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জানুয়ারি ২০২৪, ২২:১৬
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে মানবিক ত্রাণসহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘ বলেছে, ইউক্রেনকে মানবিক ত্রাণসহায়তার জন্য এ বছর নতুন করে আরো ৪২০ কোটি ডলার প্রয়োজন।
সোমবার (১৫ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়া ইউক্রেনে বড় ধরণের আক্রমণ শুরু করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ইউক্রেনীয়রা। এদিকে শীতকাল আসন্ন। সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে ইউক্রেনীয়দের বাঁচাতে জরুরি মানবিক ত্রাণসহায়তা প্রয়োজন। যুদ্ধের কারণে দেশের ভেতরে উদ্বাস্তু হয়ে পড়া ৮৫ লাখ ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া আরো ২৩ লাখ ইউক্রেনীয়কে সহায়তার জন্য এ অর্থ সহায়তা চাইছে জাতিসঙ্ঘ।
সূত্র : আল জাজিরা