২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জার্মানিতে নির্মাণ শিল্পে সঙ্কট দেখা দিচ্ছে

- ছবি : ডয়চে ভেলে

একদশক ধরে চাঙ্গা থাকার পর ২০২৪-এ জার্মানিতে নির্মাণ শিল্পের ক্ষেত্রে সঙ্কট দেখা দেবে বলে জানিয়েছে দুই গবেষক সংস্থা।

বুধবার এই দুই গবেষক সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ২০০৯ সালের আর্থিক সঙ্কটের পর এই প্রথমবার নির্মাণ শিল্পে সঙ্কট আসতে পারে।

বেশ কয়েক বছর ধরে এই শিল্পের ক্ষেত্রে চাহিদা খুব বেশি ছিল, সুদের হার কম ছিল। ফলে নির্মাণ শিল্প চাঙ্গা ছিল। কিন্তু এখন খরচ বেড়ে গেছে। ফলে দামও বেড়েছে। এরপরই মানুষ চুক্তি বাতিল করছে। ব্যাংক থেকেও অর্থ পেতে অসুবিধা হচ্ছে। ফলে অনেক ডেভেলপার নিজেদের দেউলিয়া ঘোষণা করেছেন।

গবেষক সংস্থা কী বলছে?
ডিআইডাব্লিউ ইনস্টিটিউটের সমীক্ষা বলছে, ২০২৪ সালে নির্মাণ শিল্প সাড়ে তিন শতাংশ সঙ্কুচিত হবে। আর্থিক দিক থেকে তার পরিমাণ হলো ৫৪ হাজার ৬০০ কোটি ইউরো। ২০২৫ সালে তা শূন্য দশমিক পাঁচ শতাংশ বাড়বে।

আইএফও ইনস্টিটিউট বলছে, ১৯৯১ সালের বুমের পর থেকে নির্মাণ শিল্পের অবস্থা এখন খুবই খারাপ। ২০২৪ সালে তা ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

২২ দশমিক এক শতাংশ সংস্থা জানিয়েছে, তারা প্রচুর প্রকল্প বাতিল করেছে। প্রায় ৫৭ শতাংশ জানিয়েছে, তাদের কমিশনের পরিমাণ খুবই কমে গেছে।

ডিআইডাব্লিউ-র সমীক্ষা রিপোর্ট লিখেছেন লরা। তিনি ডিব্লিউকে জানিয়েছেন, ‘সরকারকে আরো গ্যারান্টি দিতে হবে, বিভিন্ন প্রকল্পে অর্থ দিতে হবে।’

তার মতে, ‘জার্মানির নির্মাণ শিল্পকে চাঙ্গা করতে গেলে, ভর্তুকি নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে সরকারকে। যত তাড়াতাড়ি সম্ভব তা করতে হবে।’

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement