২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
পুতিন এবং জেলেনস্কির ঐকমত

আমিরাতের মধ্যস্থতায় বন্দি বিনিময় রাশিয়া ও ইউক্রেনের

পুতিন এবং জেলেনস্কির ঐকমত - ছবি : আনন্দবাজার

সফল হলো সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতা। বুধবার (৩ জানুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্মতিতে যুদ্ধবন্দি বিনিময় করল দু’দেশের সেনা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বুধবার জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ‘দীর্ঘ এবং জটিল আলোচনাপর্ব’ সফল হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ‘ইউক্রেন থেকে ২৪৮ জন বন্দিকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি।’

অন্য দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দফতর জানিয়েছে, রুশ সরকার বন্দি ২০০ জনের বেশি ইউক্রেনীয় নাগরিককে তাদের হাতে তুলে দিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছিলেন পুতিন। গত ২৩ মাসের যুদ্ধে এর আগেও কয়েকবার বন্দি বিনিময় করেছে দু’দেশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement