২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্রাইমিয়ার বন্দরে রাশিয়ার জাহাজে হামলা

ক্রাইমিয়ার বন্দরে রাশিয়ার জাহাজে হামলা - সংগৃহীত

ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, ক্রাইমিয়ার বন্দরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ সফলভাবে ধ্বংস করেছে তারা।

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের ফাইটার জেটের হামলায় জাহাজটির ক্ষতি হয়েছে। ইউক্রেনের দুটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে।

মঙ্গলবার মস্কো জানিয়েছে, ক্রাইমিয়ার ফিওদোসিয়া বন্দরে রাশিয়ার নৌসেনার একটি যুদ্ধবিমান নামার মতো জাহাজ দাঁড়িয়ে ছিল। যাকে মূলত ল্যান্ডিং শিপ বলা হয়। ইউক্রেনের যুদ্ধবিমান থেকে সেই জাহাজটির উপর হামলা চালানো হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

ইউক্রেন দাবি করেছে, জাহাজটিকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

ক্রাইমিয়ার রুশ গভর্নর জানিয়েছেন, ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের তরফে জানানো হয়েছে, ওই হামলার পর রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে দুটি ইউক্রেনীয় যুদ্ধবিমানকে নামানো হয়েছে। তবে সেই বিমানের পাইলটদের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। ইউক্রেন এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement

সকল