সাইবেরিয়ায় রুশ বিমানের জরুরি অবতরণ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১১, আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৭
রাশিয়ার যাত্রীবাহী এয়ারবাস এ-৩২০ সাইবেরিয়ার একটি মাঠে জরুরি অতবরণ করেছে। কর্মকর্তারা এ কথা জানান।
এটি কৃষ্ণসাগর অবকাশ কেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল। এতে আরোহী ছিল ১৬৭ জন।
মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইন্সের এ-৩২০ বিমানটি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে।
কারিগরী ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে।
মস্কোর বিমান সংস্থা বলেছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে বিমানটি অবতরণ করে। এতে ১৫৯ যাত্রী এবং ৬ জন ক্রু ছিল। তাদের সকলকে নিকটবর্তী গ্রামে রাখা হয়েছে।
উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্যে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মস্কোর বিমান খাতকে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে।
সূত্র : বাসস