ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত!
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ আগস্ট ২০২৩, ০৮:৪৭
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার অত্যাধুনিক টু-২২ সুপারসুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেন্ট পিটার্সবার্গের সটলসি-২ বিমানঘাঁটিতে হামলায় বিমানটি বিধ্বস্ত হয়।
তবে মস্কো বলেছে, ক্ষুদ্র অস্ত্রের আঘাতে ড্রোনটি ধ্বংস করা গেলেও সেটি বিমানটির 'ক্ষতি' করতে সক্ষম হয়েছে। ইউক্রেন এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।
পরে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো অঞ্চলে দুটি অ্যাটাক ড্রোন ভূপাতিত করে বলে মেয়র সার্গেই সবিয়ানিন জানিয়েছেন।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন সীমান্তের ব্রিনস্ক অঞ্চলে আরো দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, মস্কোর তিনটি বড় বিমানবন্দরের ফ্লাইট ওঠা-নামার কাজ স্থগিত রাখা হয়েছে।
টু-২২ যুদ্ধবিমান রাশিয়ার বিশেষ সম্পদ হিসেবে গণ্য। এটি শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলতে পারে। ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় এই বিমান ব্যবহৃত হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কপ্টার ধরনের ড্রোন শনিবার স্থানীয় সময় ১০টায় হামলাটি চালায়। ড্রোনটিকে ক্ষুদ্র অস্ত্রের সাহায্যে ধ্বংস করা হয়েছে। এই সন্ত্রাসী হামলায় কেউ হতাহত হয়নি। বিমানবন্দরে ছড়িয়ে পড়া আগুনও দ্রুত নেভানো হয়েছে।
রাশিয়ার কাছে টু-২২ ধরনের বিমান আছে প্রায় ৬০টি। ফলে একটি বিমান ধ্বংস হলে তাদের শক্তি তেমন হ্রাস পাবে না। তবে এতে ইউক্রেনের পাল্টা হামলা করার সক্ষমতা বাড়ার বিষয়টি প্রমাণ করছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা