১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাক স্বাধীনতা আইন পরিবর্তনের চিন্তা নেই : সুইডিস প্রধানমন্ত্রী

বাক স্বাধীনতা আইন পরিবর্তনের চিন্তা নেই : সুইডিস প্রধানমন্ত্রী - ছবি : সংগৃহীত

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, পবিত্র কোরআন পোড়ানোর ঘটনাসহ আরো বেশ কিছু ধর্ম অবমাননার যে ঘটনা ঘটেছে তাতে দেশের বাক স্বাধীনতা আইন পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

তিনি গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সুইডেনের জনগণের বাক স্বাধীনতার পক্ষে। তবে তিনি দেশটির জনগণকে বাক স্বাধীনতার সুবিধাকে দায়িত্বশীলতা এবং সম্মানের সাথে ব্যবহারের আহ্বান জানান।

ক্রিস্টারসন বলেন, সুইডেনের মতো মুক্ত দেশে আপনাদের বিরাট স্বাধীনতা রয়েছে। তবে এত বিশাল স্বাধীনতার কারণে বড় দায়িত্বশীলতাও কাঁধে পড়ে। আইনগত সবকিছুই সঠিক নয়। হয়তো অনেক কাজই আইনানুগ হয় কিন্তু তা ভয়াবহ হতে পারে। আমরা বিভিন্ন দেশ এবং জাতির মধ্যে সম্মানজনক একটা জায়গা তৈরির চেষ্টা করছি।

সংবাদ সম্মেলনে সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, যদি জাতীয় নিরাপত্তা সুস্পষ্টভাবে হুমকির মুখে পড়ে তাহলে তার সরকার পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর বিষয়টি ঠেকানোর জন্য পুলিশকে অনুমতি দেবে।

গত কয়েক মাস ধরে সুইডেনে দফায় দফায় পবিত্র কোরআনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে গেছে। ইরানসহ বেশ কয়েকটি দেশ সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে অথবা বহিষ্কার করেছে।

এছাড়া, জেদ্দাভিত্তিক ৫৭ জাতির ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি জরুরি বৈঠক করে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। কোরআন পোড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় এই সংস্থাটি সুইডিশ সরকারের প্রতি হতাশা জানিয়েছে।


আরো সংবাদ



premium cement
নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মির্জাপুরে ৭ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ ম্যাচ বয়কটের হুমকি ক্রিকেটারদের, জরুরি বৈঠকে বিসিবি ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে শনিবার যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা ‘পাইকগাছা কৃষি কলেজ এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস’ নির্বাচনের আগেই গণহত্যার বিচার : আসিফ নজরুল চকরিয়ায় ডাম্পারচাপায় শ্রমিক নিহত

সকল