০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

বাখমুতে সেনাবাহিনীর অগ্রসর হওয়ার প্রশংসা জেলেনস্কির, হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

বাখমুতে সেনাবাহিনীর অগ্রসর হওয়ার প্রশংসা জেলেনস্কির - ছবি : বাসস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বিধ্বস্ত বাখমুত শহরের কাছে এগিয়ে যাওয়ায় তার সৈন্যদের প্রশংসা করেছেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা বড় ধরনের হামলা প্রতিহত করেছে।
পোপ ফ্রান্সিসের শান্তির দূত ইতালিয়ান কার্ডিনাল মাটিও ঝুপি দু’দিনের আলোচনার উদ্দেশে কিয়েভ পৌঁছানোর প্রেক্ষাপটে সোমবার উভয়পক্ষ এ পাল্টাপাল্টি দাবি করলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, সাবাশ যোদ্ধারা! আমরা দেখছি সেখানে আমরা যে পদক্ষেপই নিই রাশিয়া কেমন হিস্টোরিয়া গ্রস্তের মতোন আচরণ করে। শত্রুরা জানে ইউক্রেন জিতবে।

এর আগে ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী গানা মালইয়ার যুদ্ধক্ষেত্রে কিছু অগ্রগতির উল্লেখ করেছিলেন।

তিনি বলেন, বাখমুত এখনো শত্রুতার মূল কেন্দ্র রয়ে গেছে। আমরা সেখানে ব্যাপকভাবে অগ্রসর হচ্ছি।

রাশিয়া মে মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল।

ইউক্রেন বলেছে, তারা বাখমুতের পুন:নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এ হামলা কবে নাগাদ শুরু করবে ইউক্রেন সে সম্পর্কে কিছু বলেনি।

অন্যদিকে, সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার ইউক্রেন দক্ষিণাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পাঁচটি সেক্টরে বড় ধরনের হামলা চালিয়েছে। এ হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া দেড় হাজার সৈন্য নিহত এবং এক শ’ও বেশি সশস্ত্র যান ধ্বংস হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement