২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কসোভোতে পুলিশ-সার্বদের মধ্যে সংঘর্ষ

কসোভোতে পুলিশ-সার্বদের মধ্যে সংঘর্ষ - ছবি : সংগৃহীত

নব-নির্বাচিত আলবেনীয় মেয়রদের তাদের দফতরে ঢুকতে বাধা দিতে কসোভোর সার্বরা সড়কে নেমে আসে। পরে রাজনীতিকদের তাদের দফতরে প্রবেশের সুযোগ করে দেয়ার লক্ষ্যে, কসোভোর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের খণ্ডযুদ্ধগুলোতে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে। আর, অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কয়েকটি গাড়িতে।

ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতিতে কসোভোকে ‘উত্তেজনা প্রশমনের জন্য’ অনুরোধ করেছে।

পশ্চিমা দেশগুলো বলেছে, কসোভো সীমান্তে সার্বিয়ার সশস্ত্র বাহিনীর সতর্কতা বৃদ্ধির সিদ্ধান্তের বিষয়ে তারা উদ্বিগ্ন।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ শুক্রবার বলেন, আমরা শান্তি রক্ষা করবো, কিন্তু আমি আপনাদের বলছি, কসোভোর উত্তরাঞ্চলে সার্বরা আক্রান্ত হলে সার্বিয়া চুপচাপ বসে থাকবে না।

গত মাসের মিউনিসিপ্যাল নির্বাচনকে কসোভোর সার্বরা তেমন আমলে নেয়নি। এর ফলে, আলবেনীয়রা এই পদগুলোতে জয় লাভ করে।

গত বছর, সার্ব-অধ্যুষিত বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটির সার্বীয় রাজনীতিকরা পদত্যাগ করেন। সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে সমন্বয় করার জন্য, তারা একটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নিলে, কসোভোর কর্মকর্তারা এতে বাধা দেন। এর পর, সার্বীয় রাজনীতিকরা পদত্যাগ করেন।


আরো সংবাদ



premium cement

সকল