২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ার নজিরবিহীন বিমান হামলার নিন্দা ইউক্রেনের

রাশিয়ার নজিরবিহীন বিমান হামলার নিন্দা ইউক্রেনের - ছবি : বাসস

শস্য চুক্তির এক দিন পর রাজধানী কিয়েভসহ আশপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক বিমান হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেন।

কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানির জন্য রাশিয়ার সাথে চুক্তির মেয়াদ দু’মাস বাড়ানোর কাজ সম্পন্ন করার এক দিন পর বৃহস্পতিবার রাশিয়া একের পর এক বিমান হামলা চালায় বলে অভিযোগ করে ইউক্রেন। এ কারণে চুক্তির কার্যকারিতা নিয়ে খুব দ্রুতই সন্দেহ দেখা দিয়েছে।

যদিও যুদ্ধরত দু’পক্ষের মধ্যে এ ধরনের চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র।

কিয়েভের বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান সারহি পপকো বলেছেন, কিয়েভের ওপর রাশিয়ার একের পর এক হামলা অব্যাহত রয়েছে। তবে রাজধানী থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সামরিক সূত্র বলছে, বন্দর নগরী ওডেসায় একটি শিল্প অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও আরো দু’জন আহত হয়েছে।

পোপকো জানান, কিয়েভে বিমান বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে। তিনি জনগণকে বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়ে থাকার অনুরোধ জানান।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement