৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

হামলা জোরদারের পর বাখমুত যুদ্ধে ইউক্রেনের অগ্রগতির দাবি

- ছবি - ইন্টারনেট

ইউক্রেন শুক্রবার বলেছে, তারা ফ্রন্টলাইন শহর বাখমুতের কাছে বিস্তীর্ণ এলাকা পুনরুদ্ধার করেছে।

রাশিয়া জোরালোভাবে ধরে নিয়েছিল যে তারা ফ্রন্ট লাইনের সামনের বিস্তৃত এলাকায় কিয়েভের আক্রমণ প্রতিহত করেছে।

বাখমুতে মস্কোর আক্রমণের নেতৃত্বদানকারী ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন, রুশ সেনাবাহিনীকে পূর্ব ইউক্রেন শহরের চারপাশ থেকে ‘পলায়ন’ করার অভিযোগ করেছেন।

কিয়েভের বসন্তকালীন আক্রমণের পরিকল্পনা থেকে ধারণা করা হয়, যুদ্ধের গতি বৃদ্ধি পাবে, কয়েক মাস যুদ্ধে স্থিতিশীলতার পরে যুদ্ধক্ষেত্র থেকে পরস্পর বিরোধী প্রতিবেদনগুলো লড়াই বৃদ্ধির ইঙ্গিত দেয়।

ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্রিটিশ সিদ্ধান্তকে মস্কো ‘ভয়ঙ্কর শত্রুতা’ বলে নিন্দা করেছে।

কখন এবং কোথায় ইউক্রেন তার উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্রের লড়াই শুরু করতে পারে সেটি এখন জল্পনা-কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি এই সপ্তাহের শুরুতে জোর দিয়ে বলেছেন, তার সেনাবাহিনীর প্রস্তুতির জন্য আরো সময় প্রয়োজন।

নতুন করে জোরালো লড়াই শুরু হওয়ার আশঙ্কায় বেইজিং নিজেকে শান্তিবাদী হিসাবে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেশটি আগামী সপ্তাহে ইউরোপে বিশেষ দূত পাঠাবে বলে জানিয়েছে।
ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক সমাধানে ইউক্রেন, পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়ায় সকল পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য উচ্চ পদস্থ কূটনীতিক লি হুইকে ইউরোপে পাঠানোর পরিকল্পনা করেছে চীন।

সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং বিশ্বের সঙ্কট সমাধানে একটি অগ্রণী ভূমিকা নিয়ে ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত নিজেকে মধ্যস্থতাকারী হিসাবে অবস্থান তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ইউক্রেন যুদ্ধে চীন নিজেকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে উপস্থাপন করলেও পশ্চিমে মস্কোর আক্রমণের নিন্দা করতে অস্বীকার করার জন্য এটি সমালোচিত হয়েছে।

ইউক্রেন বলেছে, যুদ্ধক্ষেত্রে তার বাহিনী বাখমুতের কাছে দুই কিলোমিটার (প্রায় এক মাইল) অগ্রসর হয়েছে। এক বছরের বেশি সময় ধরে রুশ আগ্রাসনের মধ্যে বাখমুত নিয়ে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধ চলছে।

বাখমুতে একসময় জনসংখ্যা ছিল প্রায় ৭০ হাজার, সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনীর ক্রমবর্ধমান হামলায় শহরটি প্রায় ৮০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার : অর্থ উপদেষ্টা পোশাক শিল্পে কর্মপরিবেশ ফিরিয়ে এনেছে সরকার : আসিফ মাহমুদ ববির প্রো-ভিসি হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি সিংগাইরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ‘ফুল টাইম’ প্রশাসক পাচ্ছে সিটি করপোরেশন, জেলা-উপজেলা ও পৌরসভা সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত প্রয়োজন : ভলকার তুর্ক ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন, দর বেড়েছে ৩৭৩ কোম্পানির স্পেনে বন্যায় ৬৩ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অটোপাস দেয়া হবে না : ভিসি রমজান উপলক্ষে সয়াবিন তেল, চিনি ও ছোলা সংগ্রহ করবে সরকার আড়াইহাজারে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২

সকল