২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে

ইউক্রেনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে - ফাইল ছবি

ইউক্রেনের মাকিভকা শহরে নতুন বছরের শুরুতেই ভয়াবহ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। রাশিয়ার নাগরিকরা নিহত সৈন্যদের প্রতি শোক জানাতে জড়ো হয় এবং সেখানে তাদেরকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। এভাবে ক্ষোভ প্রকাশ করা রাশিয়ায় একটি বিরল ঘটনা।

বুধবার সকালে রাশিয়া জানায়, তাদের নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে মাকিভকা শহরে ধ্বংস্তুপের ভেতর থেকে আরো অনেকের লাশ উদ্ধার করা হয়েছে। এতে সেখানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৯ জনে।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সৈন্যরা সেল ফোন ব্যবহার করায় ইউক্রেন বাহিনী তাদের অবস্থান শনাক্ত করতে পারায় সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

রাশিয়া সোমবার ওই হামলায় ৬৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে মস্কোর পক্ষ থেকে জানানো একক কোনো হামলায় এটি ছিল সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

বুধবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিডিও বিবৃতিতে লে. জেনারেল সেভরিউকভ বলেন, ‘আমাদের নিহত কমরেডের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ধ্বংসস্তুপের ভেতর থেকে আরো অনেকের লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বাড়লো।

সেভরিউকভ বলেন, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে ১ জানুয়ারি স্থানীয় সময় রাত ১২টা এক মিনিটে মাকিভকা শহরে একটি অস্থায়ী সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন।

কিয়েভ এ হামলার দায় স্বীকার করেছে। তারা নতুন বছরের শুরুতেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাশিয়া নিয়ন্ত্রিত মাকিভকা নগরীতে এ হামলা চালানোর কথা জানায়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement