২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নৌকা থেকে উদ্ধার হওয়া ৫০০ অভিবাসীকে নিতে সম্মত ইতালি

- ছবি - ইন্টারনেট

দুটি উদ্ধারকারী জাহাজ থেকে উদ্ধার হওয়া পাঁচ শ’র বেশি অভিবাসীকে নিতে সম্মত হয়েছে ইতালি।

সবশেষ দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেডুসায় ৩৩ জন অভিবাসী বহনকারী একটি জাহাজ নোঙ্গর করার পর দেশটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত জিও ব্যারেন্টস জাহাজে ২৪৮ জন অভিবাসী ছিল। তাদের দক্ষিণ ইতালীয় মূল ভূখণ্ডের সালেরনো বন্দরের দিকে যেতে বলা হয়েছে বলে সংস্থাটি জানায়।

এমএসএফ বলেছে যে সিসিলির পূর্ব উপকূল থেকে তাদের সেখানে যেতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগবে। তবুও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।

টুইটারে এমএসএফ বলেছে, ‘অবশেষে অবতরণ করার জন্য একটি নিরাপদ জায়গা পাওয়া গেছে। সমস্ত মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার পরে বেঁচে থাকা সবার জন্য একটা সুখবর।’

স্প্যানিশ শহর অ্যালিক্যান্টে ইউরো-ভূমধ্যসাগরীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে বক্তব্য রাখতে গিয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এনজিও’র জাহাজের কথা উল্লেখ করে বলেছেন, ‘প্রতিটি ঘটনাই ভিন্ন’।

তিনি নিশ্চিত করেছেন যে কমপক্ষে একটি জাহাজ সালেরনোতে নোঙ্গর করবে।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement