ফিলিস্তিনে প্রতিনিধি অফিস খুলবে আজারবাইজান
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ নভেম্বর ২০২২, ১২:২০, আপডেট: ২২ নভেম্বর ২০২২, ১২:২৪
ফিলিস্তিনে প্রতিনিধি অফিস খোলার ঘোষণা দিয়েছে আজারবাইজান।
ওয়াফা নিউজ অ্যাজেন্সি এই খবর জানিয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ের মতে, ফিলিস্তিনের সাথে আজারবাইজানের সংহতি এবং সেখানকার জনগণের অধিকারকে প্রতিফলিত করার পদক্ষেপ হিসেবে আজারবাইজানের পার্লামেন্ট এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এবং পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এটিকে ফিলিস্তিনি কূটনীতির জন্য একটি নতুন বিজয় বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এই সিদ্ধান্তের কারণে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।
এদিকে আজারবাইজান গত শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যে তেল আবিবে একটি দূতাবাস খুলবে। তবে এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে ফিলিস্তিন।
সূত্র : মিডল ইস্ট মনিটর