২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়াকে ছাড়া শস্য চুক্তি চালিয়ে যাওয়া ‘বিপজ্জনক’ হবে : ক্রেমলিন

রাশিয়াকে ছাড়া শস্য চুক্তি চালিয়ে যাওয়া ‘বিপজ্জনক’ হবে : ক্রেমলিন - ছবি : সংগৃহীত

সামুদ্রিক নিরাপত্তা করিডোর দিয়ে ইউক্রেনের অত্যাবশকীয় শস্য রফতানির অনুমতি দেয়া চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার পর রাশিয়া সোমবার বলেছে, মস্কোর অংশগ্রহণ ছাড়া চুক্তিটি কার্যকরভাবে চালিয়ে যাওয়া ‘বিপজ্জনক’ হবে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, যে পরিস্থিতিতে রাশিয়া এই অঞ্চলে নৌ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া অসম্ভব মনে করছে, সেখানে এ ধরনের চুক্তির কার্যকারিতা প্রায় অসম্ভব।’

রাশিয়ার অংশ গ্রহণ ছাড়া চুক্তিটি দীর্ঘায়িত করার সম্ভাবনার ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে পেসকভ বলেন, ‘তাহলে এটি একটি ভিন্ন রূপ নেবে যা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক।’

গত জুলাই মাসে তুরস্ক ও জাতিসঙ্ঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করে। আর এই চুক্তির আওতায় সামরিক অভিযানের কারণে বন্ধ হয়ে যাওয়া শস্য রফতানি ফের শুরু করার অনুমতি দেয়া হয়।

কিন্তু কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহর ড্রোন হামলার শিকার হওয়ার পর মস্কো শনিবার ঘোষণা দেয়, তারা এ চুক্তি থেকে বেরিয়ে যাবে। আর এই হামলাকে ইউক্রেন একটি ‘মিথ্যা অজুহাত’ হিসেবে চিহ্নিত করে।

মস্কোর এমন সিদ্ধান্ত সত্ত্বেও শস্য ও কৃষি পণ্য বোঝাই মালবাহী জাহাজগুলো সোমবার ইউক্রেনের বন্দর ছেড়ে যেতে দেখা যায়।

এ চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা তুর্কি প্রেসিডেন্ট ‘মানবতার সেবা করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার’ এবং চুক্তিটি কার্যকর রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার পেসকভ বলেন, এক্ষেত্রে রাশিয়া ‘তুরস্ক এবং জাতিসঙ্ঘের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখছে।’


আরো সংবাদ



premium cement
শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা

সকল