২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিশাল ছাড়ে ভারতের কাছে অশোধিত তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

বিশাল ছাড়ে ভারতের কাছে অশোধিত তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার - ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলোর নিষেধাজ্ঞায় জেরবার রাশিয়া। এই অবস্থায় ভারতকে কম দামে অশোধিত তেল ও অন্যান্য পণ্য বিক্রির প্রস্তাব দিলো মস্কো। এই সব পণ্যের দামে বড় ছাড় দিতে চাইছে পুতিন প্রশাসন। জ্বালানির খরচ কমাতে মরিয়া দিল্লি রাশিয়ার এই প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছে বলে সরকারি সূত্রে খবর। তবে কতটা ছাড়ে কতটা তেল রাশিয়া দিতে চাইছে, সেবিষয়ে নির্দিষ্ট তথ্য মেলেনি।

ভারতকে ৮০ শতাংশ তেলই আমদানি করতে হয়। এর মধ্যে রাশিয়া থেকে আসে ২ থেকে ৩ শতাংশ। চলতি বছরে অশোধিত তেলের দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তেল আমদানির খরচ নিয়ন্ত্রণের লক্ষ্যেই রাশিয়ার প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের দুই সরকারি কর্মকর্তা। তাদের মধ্যে একজনের বক্তব্য, ‘দামে বড় ছাড় দিয়ে তেল ও অন্যান্য পণ্য বিক্রির প্রস্তাব দিচ্ছে রাশিয়া। তার আগে ট্যাঙ্কার, বিমা ও অয়েল ব্লেন্ডের মতো বিষয়গুলোর সমাধান করতে হবে আমাদের। এই ইস্যুগুলোর সমাধান হলে ছাড়ের প্রস্তাব গ্রহণ করব।’

রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার প্রস্তাব গৃহীত হলে ডলারের পরিবর্তে রুপি-রুবল লেনদেনের মাধ্যমে এসব পণ্যের ব্যবসা চলবে। পাশ্চাত্যের দেশগুলো মস্কোর ওপর নিষেধাজ্ঞা চাপালেও, রাশিয়া থেকে ভারতের তেল কেনা আটকাবে না। তবে রাশিয়ার ছাড়ের এই প্রস্তাব নিয়ে ভারতের অর্থ মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement
উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আ’লীগ : হামিদুর রহমান আজাদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু ভিসি নিয়োগের দাবিতে ইবি’র মহাসড়ক অবরোধ তিন পার্বত্য জেলায় সংঘর্ষ নিয়ে যা জানালো আইএসপিআর দেশের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে : নূরুল ইসলাম বুলবুল সাবেক কৃষিমন্ত্রীসহ শ্রীমঙ্গল আ’লীগ নেতাদের বিরুদ্ধে ২ মামলা বাংলাদেশের বিপক্ষে ৩০৮ রানের লিড ভারতের হাসিনার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে আর কেউ ফ্যাসিবাদী না হয় : রিজভী বানিয়াচংয়ে দানবক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসূলের সা. আদর্শ অনুসরণ করতে হবে দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

সকল