পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও কর্মী গ্রেফতারের হুমকি দিল রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মার্চ ২০২২, ১৩:৩৫, আপডেট: ১৪ মার্চ ২০২২, ১৩:৪০
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও কর্মী গ্রেফতারের হুমকি দেয়া হয়েছে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর থাকলে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে। এমন সময়ে রুশ কর্তৃপক্ষ পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও কর্মী গ্রেফতারের হুমকি দিয়েছে। এ হুমকি এমন সময়ে দেয়া হচ্ছে যখন রাশিয়া থেকে পশ্চিমা কোম্পানিগুলো তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার চিন্তা করছে।ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।
দ্যা বিজনেস ডেইলি ও বিভিন্ন সূত্রের তথ্যানুসারে, রাশিয়ান আইনজীবী ও কর্মকর্তারা বিভিন্ন বিদেশী কোম্পানিগুলোকে ফোনে, চিঠিতে ও ব্যক্তিগতভাবে সম্পদ জব্দ ও কর্মী গ্রেফতারের হুমকি দিয়েছে। কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, আইবিএম, ইয়াম ব্র্যান্ডস, কেএফসি, পিৎজা হাট নামের কোম্পানিগুলোকেও ওই হুমকি দেয়া হয়েছে।
এসব বিদেশী কোম্পানির যে সকল কর্মকর্তা রুশ সরকারের সমালোচনা করেছে তাদের গ্রেফতার করা হবে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়া এ সকল বিদেশী কোম্পানির কারিগরি জ্ঞানগত ‘বুদ্ধিবৃত্তিক সম্পত্তি’ জব্দ করা হবে।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা