২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এটা আগ্রাসনের যুদ্ধ, পুতিনকে থামান : ইউক্রেন

এটা আগ্রাসনের যুদ্ধ, পুতিনকে থামান : ইউক্রেন - ছবি : সংগৃহীত

রাশিয়ার হামলাকে আগ্রাসনের যুদ্ধ বলে অবিহিত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা। এই যুদ্ধ থামাতে তিনি বিশ্ব নেতাদের সহযোগিতা কামনা করেছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা এক টুইটবার্তায় বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পুরোদমে আক্রমণ শুরু করেছেন। শান্তিকামী ইউক্রেনের শহরগুলো এখন হামলার শিকার। এটি আগ্রাসনের যুদ্ধ। ইউক্রেন অবশ্যই নিজেকে রক্ষা করবে। বিশ্ব পারে পুতিনকে থামাতে এবং এখনই সময় সেই পদক্ষেপ নেয়ার।’

এর আগে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা গেরাসচেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে রুশ হামলা শুরু হয়েছে। এ ছাড়া বিমানঘাঁটি ও সামরিক সদর দফতরেও গোলা নিক্ষেপ করা হয়েছে।

ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্র ত্যাগ করে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। আর বলেন, যেকোনো রক্তপাতের জন্য দায়ী থাকবে ইউক্রেন সরকার।

বাইডেনের নিন্দা
এদিকে বিনা কারণে ইউক্রেনের ওপর রাশিয়ার অবৈধ সামরিক হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই রাশিয়ার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট এমন বিবৃতি দেন। এদিকে ইউক্রেন সরকার জানিয়েছে যে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন একটি পূর্ব-পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন। এ যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবেন এবং অনেক মানুষকে এ যুদ্ধের মাসুল দিতে হবে। এ যুদ্ধ শুরু করার মাধ্যমে যে ধ্বংস ও মৃত্যুর ঘটনা ঘটবে তার দায় শুধু রাশিয়ার ওপরই বর্তাবে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো একজোট হয়ে এ রুশ হামলার জবাব দেবে এবং এ সঙ্কটের সমাধান করবে। তবে যাই হোক না কেন বিশ্ব সম্প্রদায় রাশিয়াকেই দোষারোপ করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন সময়ে এসব কথা বলেছেন যখন সমগ্র ইউক্রেনজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি ইউক্রেনের রাজধানী কিয়েভেও ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সকল বিস্ফোরণের ঘটনা ঘটার কিছুক্ষণ আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে। টেলিভিশনে দেয়া ওই বক্তব্যে তিনি আহ্বান জানান যেন ইউক্রেনকে বেসামরিকরণ করা হয়।

ইউক্রেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন, রাশিয়ার সামরিক হামলা শুরু হয়ে গেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এ আক্রমণ শুরু হয়।

সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement
ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি

সকল