২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আজ পুতিনের সাথে বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর

আজ পুতিনের সাথে বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর - ছবি : কোলাজ

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস মঙ্গলবার ইউক্রেন থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। মস্কো পৌঁছে আজকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করার কথা রয়েছে তার। দুই নেতা সম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধ এড়ানোর বিষয়ে কথা বলবেন।

জার্মান চ্যান্সেলর বলেছেন, আমরা পশ্চিমাদের পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দেব যে, রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনার দরজা উন্মুক্ত। তবে ইউক্রেনে আক্রমণ করলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

প্রায় একই সময়ে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনেরও বেলজিয়াম সফরের কথা রয়েছে। সেখানে তিনি ন্যাটো মিত্র লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের নেতাদের সাথে বৈঠক করবেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের পর বর্তমান সঙ্কট কূটনীতিক ভাবে সমাধানের আশাপ্রকাশ করেন। এরপরই মূলত উদ্যোগ সামনে এলো।

ইউক্রেনে সংঘাত এড়াতে কূটনীতিক তৎপরতার মধ্যেই দেশটিতে ১ বিলিয়ন মার্কিন ডলার সর্বভৌম ঋনের নিশ্চয়তা প্রসারিত করেছে যুক্তরাষ্ট্র। কারণ সীমান্তে রাশিয়ার সৈন্যদের সমাবেশ দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলেছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement