জি-২০ সম্মেলনে বৈশ্বিক কর্পোরেট কর আরোপের সিদ্ধান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২১, ১১:৪৪, আপডেট: ৩১ অক্টোবর ২০২১, ১১:৪৭
ইতালির রোমে অনুষ্ঠিত সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে বিশ্বজুড়ে বৃহৎ ব্যবসার মুনাফার ওপর অন্তত ১৫ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এই সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশগুলোর নেতাদের ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন করের এই সিদ্ধান্তের মাধ্যমে গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটসহ বৃহৎ বাণিজ্য প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে তাদের ব্যবসায় কর ফাঁকি দেয়াকে কঠিন করে তুলবে।
করোনা মহামারী শুরু হওয়ার পর বিশ্বনেতাদের প্রথম মুখোমুখি এই বৈঠকে একইসাথে জলবায়ু পরিবর্তন ও বিশ্বে করোনা পরিস্থিতি বিষয়ে আলোচনা করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবনায় কর আরোপের বিষয়ে রোববার একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ২০২৩ সাল থেকে এই কর চালু হবে বলে খবরে জানানো হয়।
এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইট বার্তায় বলেন, 'জি-২০ সম্মেলনে মিত্র ও প্রতিযোগীসহ বিশ্বের জিডিপির ৮০ ভাগের অধিকারী নেতারা বৈশ্বিক নূন্যতম করের বিষয়ে সমর্থন প্রকাশ করেছেন। এটি শুধু কর চুক্তিই নয়, এই কূটনীতি আমাদের বৈশ্বিক অর্থনীতিকে পূনর্গঠন করবে এবং আমাদের জনগণের জন্য সহায়তা প্রদান করবে।'
Here at the G20, leaders representing 80% of the world’s GDP – allies and competitors alike – made clear their support for a strong global minimum tax. This is more than just a tax deal – it’s diplomacy reshaping our global economy and delivering for our people.
— President Biden (@POTUS) October 30, 2021
এবারের সম্মেলনে জোটভুক্ত প্রায় সব দেশের নেতারা অংশগ্রহণ করলেও সশরীরে ছিলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অপরদিকে জাপান, মেক্সিকো ও সৌদি আরবের শীর্ষ নেতারা এতে অংশ নেননি।
রোববার সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা