১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্ট্রিয়ার সরকারের 'ইসলাম মানচিত্র' : মুসলিমদের মামলার প্রস্তুতি

ভিয়েনা ইসলামিক সেন্টার - ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান ক্রুজের সরকারের বিরুদ্ধে বিতর্কিত 'ইসলাম মানচিত্র' তৈরির পদক্ষেপের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রিয় মুসলমানরা। এর আগে অস্ট্রিয়ায় 'রাজনৈতিক ইসলাম' মোকাবেলায় দেশটিতে মসজিদ, ইসলামী সংস্থা ও সংগঠনগুলোর অবস্থান চিহ্নিত করে বৃহস্পতিবার এই মানচিত্র প্রকাশ করা হয়।

শনিবার অস্ট্রিয় মুসলিম যুব সংগঠন মুসলিম ইউথ অস্ট্রিয়ার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, অস্ট্রিয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য মুসলমানরা প্রস্তুতি নিচ্ছেন।

সংগঠনটি সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, 'মুসলিম সংস্থা ও মুসলিম নামের সংস্থাগুলোর নাম, কার্যক্রম ও ঠিকানার প্রকাশ নজিরবিহীন সীমানা লঙ্ঘনের প্রতিনিধিত্ব করেছে।'

অপরদিকে অস্ট্রিয় মুসলিমদের সংগঠন ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিওই) সরকারকে অস্ট্রিয়া বাস করা সকল মুসলমানকেই 'সমাজ ও রাষ্ট্রের গণতন্ত্রের কাঠামোর' জন্য হুমকি হিসেবে বিবেচনার বিষয়ে সতর্কতা জানায়।

আইজিজিওই জানায়, এর মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদকে প্রশ্রয় দেয়া হচ্ছে এবং মুসলমানদের দেশের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনা করা হচ্ছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান ক্রুজ দেশটিতে 'রাজনৈতিক ইসলাম' মোকাবেলার বিষয়ে পদক্ষেপ নেয়ার বিষয়ে ধারাবাহিকভাবেই ঘোষণা দিয়ে আসছেন।

এই পদক্ষেপের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশটির অভিবাসন মন্ত্রণালয় 'জাতীয় ইসলাম মানচিত্র' নামে এই মানচিত্র প্রকাশ করে। ৬২০টি মসজিদসহ এই মানচিত্রে বিভিন্ন মুসলিম সংস্থা ও সংগঠনের ঠিকানা ও তাদের সম্ভাব্য বৈদেশিক সংযোগ উল্লেখ করা হয়।

তবে মন্ত্রণালয়ের মতে, এই মানচিত্র সাধারণ মুসলিমদের লক্ষ্য করে তৈরি করা হয়নি।

অভিবাসনমন্ত্রী সুসান রব বলেন, 'ধর্ম নয়, রাজনৈতিক আদর্শ মোকাবেলাই এর লক্ষ্য।'

গত নভেম্বরে অস্ট্রিয়ায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলার পর দেশটিতে মুসলিমবিরোধী বর্ণবাদ ছড়িয়ে পড়েছে এবং মুসলমানদের লক্ষ্য হামলার ঘটনা বেড়েছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষানবিশ আইনজীবী নিহত ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের সাধারণ সভা অনুষ্ঠিত ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানালেন হাসনাত আবদুল্লাহ গলাচিপায় ২৬টি কচ্ছপসহ নারী আটক ব্রিসবেনে বৃষ্টি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ড্র ভারতের আমি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি : মাইকেল চাকমা ইজতেমা ময়দানের পাশে সংঘর্ষ চলছে পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্বের প্রয়োজন : মো: নূরুল ইসলাম বুলবুল চোটে পড়ে ছিটকে গেলেন সৌম্য, সুযোগ পেতে পারেন পারভেজ স্পেনে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার যুবক নিহত ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৭ আসামির খালাস

সকল