০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

আর্মেনিয়ায় সামরিক অভ্যুত্থান নিয়ে সতর্কতা

নিকোল পাশিনিয়ান - ছবি : সংগৃহীত

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সেখানে সামরিক অভ্যুত্থানের চেষ্টা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তারা তাকে ও তার সরকারকে পদত্যাগ করতে বলেন। পাশিনিয়ান এ সপ্তাহে আরো আগের দিকে সেনাবাহিনীর উপ-প্রধানকে বরখাস্ত করার পর সেনাবাহনীর জেনারেল স্টাফ থেকে এই দাবি আসে। বৃহস্পতিবার সামরিক বাহিনীর বিবৃতির পর পাশিনিয়ান আরেক ধাপ এগিয়ে গিয়ে জেনারেল স্টাফ চিফ অনিক গ্যাসপারিয়ানকে বরখাস্ত করেন। পাশিনিয়ান ও বিরোধী দলগুলো তাদের সমর্থকদের আর্মেনিয়ার রাজধানীতে সমবত হবার ডাক দিয়েছেন।

নভেম্বর মাসে নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে ছয় সপ্তাহরও বেশি সময় ধরে চলে আসা লড়াই বন্ধের লক্ষ্যে তিনি রাশিয়ার মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি সই করার পর থেকে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে। ওই চুক্তি অনুযায়ী আজারবাইজান নাগোর্নো-কারাবাখ এবং তার আশপাশের বিশাল অঞ্চলের ওপর তার নিয়ন্ত্রণ দাবি করে। নাগোর্নো-কারাবাখ আজারবাইজানেরই অংশ। কিন্তু গত ২৫ বছরেরও বেশি সময় ধরে তারা আর্মেনিয়ার সমর্থনে, আর্মেনীয় জাতিগোষ্ঠির অধীনে রয়েছে।

পাশিনিয়ান এই শান্তি চুক্তিকে এই বলে সমর্থন করছেন যে আজারবাইজানের আগ্রাসন রোধ করার জন্য এই শান্তি চুক্তির প্রয়োজন ছিল।
সূত্র : ভোয়া


আরো সংবাদ



premium cement