১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

হামলায় নিহত রাষ্ট্রদূতের লাশ কঙ্গো থেকে ইতালি পৌঁছেছে 

হামলায় নিহত ইতালির রাষ্ট্রদূত - ছবি - সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসঙ্ঘ গাড়িবহরের ওপর অতর্কিত হামলায় নিহত ইতালির রাষ্ট্রদূতের লাশ মঙ্গলবার তার নিজ দেশে এসে পৌঁছেছে।

কঙ্গোর পূর্বাঞ্চলে কানিয়ামাহোরো শহরের কাছে সোমবারের এ হামলায় রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও (৪৩) প্রাণ হারান।

ডি আর কঙ্গোর প্রেসিডেন্ট একে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। এ হামলার জন্য রুয়ান্ডার হুতি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। কিন্তু তারা এ অভিযোগ অস্বীকার করেছে।

কিনসাসা ও বিশ্ব খাদ্য কর্মসূচির সিনিয়র কুটনৈতিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় একটি স্কুলে খাদ্য কর্মসূচি পরিদর্শনে যাওয়ার পথে গোমার কাছে তাদের গাড়িবহর অতর্কিত হামলার শিকার হয়। তিনি প্রথমে আহত ও পরে মারা যান।

এ ছাড়া ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন রাষ্ট্রদূতের সাথে থাকা তার বডিগার্ড ভিত্তোরিও আয়াকোভাচি। কূটনৈতিক সূত্র বলেছে, হামলায় নিহত তৃতীয়জন গাড়ির চালক।

ইতালির সামরিক বিমানে করে আত্তানাসিও ও ভিত্তোরিও’র লাশ দেশে ফিরিয়ে আনা হয়। জাতীয় পতাকা দিয়ে মোড়ানো তাদের কফিন যখন রোমের সিয়ামপিনো বিমানবন্দরে এসে পৌঁছে তখন সেখানে দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিও উপস্থিত ছিলেন।

লুকা আত্তানাসিও ২০১৭ সাল থেকে কঙ্গোয় নিযুক্ত ছিলেন। ওই বছর তাকে কঙ্গোয় ইতালির মিশনপ্রধান করে পাঠানো হয়। ২০১৯ সালে তাকে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়। তিনি ২০০৩ সালে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক কর্মজীবন শুরু করেন। কঙ্গোয় দায়িত্ব পালনের আগে তিনি সুইজারল্যান্ড, মরক্কো ও নাইজেরিয়ায় কূটনীতিকের দায়িত্ব পালন করেন।

ইতালির প্রেসিডেন্ট সার্গিও মেটারেলা একে কাপুরুষোচিত হামলা বলে বর্ণনা করেছেন।


আরো সংবাদ



premium cement
বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম ঘণ্টায় ডিএসইএক্স-ডিএস৩০তে সূচক কমল ৪.১৬ পয়েন্ট চানখারপুলে গণহত্যা : কনস্টেবল সুজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, নেই লিটন খেয়াল খুশিমতো পুলিশের দায়িত্ব নয় : অতিরিক্ত আইজি গাজায় ৪ ইসরাইলি সৈন্য নিহত ২০২৪ সালকে বিশ্বের উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের মামলা স্থগিত দাবানলে লস অ্যাঞ্জেলসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ শেখ হাসিনার সাথে উগ্রবাদীরাও পালিয়েছে : সেলিম উদ্দিন গুলিতে বাঁকা হয়ে গেছে পা, তারপরও অটোরিকশার স্টিয়ারিং ধরার স্বপ্ন সেলিমের

সকল