২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ব্রেক্সিট চুক্তি নিয়ে ইইউ-কে জনসনের আল্টিমেটাম

- ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হুশিয়ারি দিয়ে বলেছেন, ১৫ অক্টোবরের মধ্যেই ব্রেক্সিট চুক্তি হতে হবে, অন্যথায় ইউকে একাই অগ্রসর হবে।

প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেন আলোচনার "চূড়ান্ত পর্যায়ে" প্রবেশ করছে, যা আজ থেকে আবার শুরু হবে।

চূড়ান্ত সময়সূচী সম্পর্কে আমার ইইউ বন্ধুরা আমাকে জানিয়েছে এবং আমিও অবগত আছি । তাই এই বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই । যদি ১৫ অক্টোবরের মধ্যে আমরা মুক্ত বাণিজ্য চুক্তিতে একমত হতে না পারি তবে মনে হয় না আমরা আর একমত হতে পারবো । তাই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে অগ্রসর হতে হবে ।

তিনি আরো বলেন, আমরা অবশ্যই যেকোন পরিস্থিতিতে আমাদের ইইউ বন্ধুদের সাথে কথা বলতে সর্বদা প্রস্তুত থাকব। ইউরোপীয় ইউনিয়ন যদি পারস্পরিক জনগণের স্বার্থে বিমান, লরি পরিবহন বা বৈজ্ঞানিক সহযোগিতা চায় আমরা তা দিতে প্রস্তুত রয়েছি।

আমাদের দরজা কখনই বন্ধ হবে না এবং আমরা বন্ধু এবং অংশীদার হিসেবে বাণিজ্য করব - তবে কোন ধরনের বাণিজ্য চুক্তি ছাড়াই।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কোনো চুক্তি না হলে তারা অস্ট্রেলিয়ার মতো একইভাবে বাণিজ্য করবে, যার ইইউর সাথে বাণিজ্য চুক্তি নেই, তবে কিছু কিছু পণ্যে নির্দিষ্ট কিছু চুক্তি আছে।

প্রধান ব্রেক্সিট আলোচক ডেভিড ফ্রস্ট বলেছেন, কোন চুক্তি ছাড়া ব্রেক্সিট এড়াতে হলে চলতি সপ্তাহের আলোচনা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ছয় মাসে অষ্টম বারের মতো আজ থেকেই লন্ডনে মিলিত হচ্ছেন ইইউ প্রধান আলোচক মিশেল বার্নিয়ার এবং ব্রিটিশ আলোচক ডেভিড ফ্রস্ট।

আলোচনার পূর্বেই তিনি মন্তব্য করেন যুক্তরাজ্যের "স্বাধীন দেশ হিসেবে মর্যাদা" সম্পর্কে ব্রাসেলসের কাছ থেকে আরো "বাস্তববাদী ভূমিকা তিনি আশা করেন । অন্যথায় এবারো ভেস্তে যেতে পারে আলোচনা। কেননা যুক্তরাজ্য তার স্বাধীন দেশের ব্যাপারে কোন ধরনের ছাড় দিতে নারাজ।


আরো সংবাদ



premium cement
শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটু কারাগারে ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে : এসএমপি কমিশনার ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে ১২ জনের মৃত্যু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ থাকা প্রয়োজন : বিবিসিকে মির্জা ফখরুল এফবিআইয়ের প্রতিনিধি দলের সিটিটিসি কার্যালয় পরিদর্শন পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন সিলেটে সিএনজি অটোরিকশা চোরচক্রের নারীসহ গ্রেফতার ৩ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের ডুয়েটে ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন

সকল