২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ব্রেক্সিট চুক্তি নিয়ে ইইউ-কে জনসনের আল্টিমেটাম

- ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হুশিয়ারি দিয়ে বলেছেন, ১৫ অক্টোবরের মধ্যেই ব্রেক্সিট চুক্তি হতে হবে, অন্যথায় ইউকে একাই অগ্রসর হবে।

প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেন আলোচনার "চূড়ান্ত পর্যায়ে" প্রবেশ করছে, যা আজ থেকে আবার শুরু হবে।

চূড়ান্ত সময়সূচী সম্পর্কে আমার ইইউ বন্ধুরা আমাকে জানিয়েছে এবং আমিও অবগত আছি । তাই এই বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই । যদি ১৫ অক্টোবরের মধ্যে আমরা মুক্ত বাণিজ্য চুক্তিতে একমত হতে না পারি তবে মনে হয় না আমরা আর একমত হতে পারবো । তাই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে অগ্রসর হতে হবে ।

তিনি আরো বলেন, আমরা অবশ্যই যেকোন পরিস্থিতিতে আমাদের ইইউ বন্ধুদের সাথে কথা বলতে সর্বদা প্রস্তুত থাকব। ইউরোপীয় ইউনিয়ন যদি পারস্পরিক জনগণের স্বার্থে বিমান, লরি পরিবহন বা বৈজ্ঞানিক সহযোগিতা চায় আমরা তা দিতে প্রস্তুত রয়েছি।

আমাদের দরজা কখনই বন্ধ হবে না এবং আমরা বন্ধু এবং অংশীদার হিসেবে বাণিজ্য করব - তবে কোন ধরনের বাণিজ্য চুক্তি ছাড়াই।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কোনো চুক্তি না হলে তারা অস্ট্রেলিয়ার মতো একইভাবে বাণিজ্য করবে, যার ইইউর সাথে বাণিজ্য চুক্তি নেই, তবে কিছু কিছু পণ্যে নির্দিষ্ট কিছু চুক্তি আছে।

প্রধান ব্রেক্সিট আলোচক ডেভিড ফ্রস্ট বলেছেন, কোন চুক্তি ছাড়া ব্রেক্সিট এড়াতে হলে চলতি সপ্তাহের আলোচনা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ছয় মাসে অষ্টম বারের মতো আজ থেকেই লন্ডনে মিলিত হচ্ছেন ইইউ প্রধান আলোচক মিশেল বার্নিয়ার এবং ব্রিটিশ আলোচক ডেভিড ফ্রস্ট।

আলোচনার পূর্বেই তিনি মন্তব্য করেন যুক্তরাজ্যের "স্বাধীন দেশ হিসেবে মর্যাদা" সম্পর্কে ব্রাসেলসের কাছ থেকে আরো "বাস্তববাদী ভূমিকা তিনি আশা করেন । অন্যথায় এবারো ভেস্তে যেতে পারে আলোচনা। কেননা যুক্তরাজ্য তার স্বাধীন দেশের ব্যাপারে কোন ধরনের ছাড় দিতে নারাজ।


আরো সংবাদ



premium cement
পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‘মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত নেতাকর্মীদের কাজ করতে হবে’ পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হবিগঞ্জে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে আহত ৭ জুনে নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে পানছড়িতে আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারত ন্যাটো সদস্যপদ দিলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে রাজি জেলেনস্কি গফরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত বাস্তবতা বুঝতে বললেন কোচ বাটলার কটিয়াদীরের স্বাধীন মিয়া দেশ সেরা দ্রুততম মানব

সকল